এমবাপেকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে গেছে রিয়াল মাদ্রিদ। সেখানে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির মতো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সফলতম এই ক্লাবটি। যেখানে দলের নতুন তারকা কিলিয়ান এমবাপেকে প্রিয় ক্লাবের জার্সিতে দেখতে যে উন্মুখ হয়ে আছেন সমর্থকরা। তবে খুব শিগগিরই তা হচ্ছে না। কেননা এই সফরে কিলিয়ান এমবাপে-জুড বেলিংহাম ও দানি কারভাহালের মতো তারকাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। লম্বা মৌসুমের ধকল কাটিয়ে বর্তমানে ছুটিতে আছেন এমবাপে। ফলে প্রাক মৌসুমের প্রস্তুতি পর্বে তাকে দেখা যাবে না। এমবাপেকে রিয়ালের জার্সিতে দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হতে পারে অন্তত ইউয়েফা সুপার কাপের ফাইনাল পর্যন্ত। সব কিছু ঠিকঠাক থাকলে আতালান্তার সঙ্গে ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ডের। এমবাপে ছাড়াও মিডফিল্ডার জুড বেলিংহাম ও ডিফেন্ডার দানি কারভাহালকেও পাওয়া যাবে না এই সফরে। তারাও আছেন ছুটিতে। ইংল্যান্ড ও স্পেনের হয়ে দুজনই খেলেছেন ইউরো ২০২৪ এর ফাইনালে। ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো স্কোয়াডে থাকলেও দলের সাথে যোগ দিবেন কয়েক দিন পরে। দুই ব্রাজিলিয়ানের স্কোয়াডে যোগ দিতে দেরি হলেও তরুণ স্ট্রাইকার এন্দ্রিক থাকবেন শুরু থেকেই। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সফরে কোচ আনচেলত্তি স্কোয়াডে রেখেছেন ২৬ জন ফুটবলার। যেখানে ১২ জনই রিয়ালের একাডেমির ফুটবলার। আগামী বুধবার এসি মিলানের সঙ্গে ম্যাচ দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হবে রিয়ালের। এরপর দিন তিনেক পরেই তারা এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনার। ৬ আগস্ট চেলসির সঙ্গে ম্যাচ দিয়ে শেষ হবে এই সফর।