ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গর্ভে সাত মাসের সন্তান নিয়ে অলিম্পিকে মিশরীয় নারী

গর্ভে সাত মাসের সন্তান নিয়ে অলিম্পিকে মিশরীয় নারী

নাদা হাফেজ- মিশরীয় এই নারী এর আগেও দুইবার অলিম্পিকে অংশ নিয়েছেন। ২০১৬ এবং ২০২০ সালের পর এবারও তিনি লড়াই করেছেন গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই ক্রীড়া ইভেন্টে। তবে আগের দুবারের তুলনায় এবারের আসরে অংশ নেয়ার কথা হয়তো আলাদা করেই মনে রাখবেন নাদা। এবার যে গর্ভে সাত মাসের সন্তান নিয়েই সাফল্যের লড়াই করেছেন তিনি। মিশরীয় নারী নাদা হাফেজ পেশায় একজন প্যাথলজিস্ট। ২৬ বছর বয়সি এবারের অলিম্পিকে ফেন্সিংয়ে খেলেছেন নিজ দেশের হয়ে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কিকে ১৫-১৩ পয়েন্টে হারিয়েছিলেন তিনি। তবে শেষ ষোলর ম্যাচে জয়ের দেখা পাননি তিনি। ১৫-৭ পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা-ইয়াং জিওনের কাছে। তবে আসর থেকে বাদ পড়লেও তিনি আলোচনায় এসেছেন গর্ভে সন্তান নিয়ে অলিম্পিকে অংশ নেয়ার কারণে। শেষ ষোলোর ম্যাচে হেরে গেলেও দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নাদা। এরপর সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ‘পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখলেও আসলে ছিল তিনজন! আমি, আমার প্রতিদ্বন্দ্বী ও পৃথিবীতে আসার অপেক্ষায় থাকা আমার ছোট্ট বাচ্চা!’

তিনি আরো বলেন, শেষ ষোলোতে জায়গা করে নিতে পেরে নিজের দারুণ গর্বের কথা জানাতে পোস্ট লিখছি। এবারের অলিম্পিক আমার জন্য আলাদা। আমি তিনবারের অলিম্পিয়ান, কিন্তু এবার বয়ে নিয়েছি ছোট্ট এক অলিম্পিয়ানকেও! আমার বাচ্চা ও আমার নিজের বেশ চ্যালেঞ্জ পার হতে হয়েছে, শারীরিক ও মানসিক, দুটোই। তবে মিশরের নারী হিসেবে আমাদের শক্তি ও অধ্যাবসায় তুলে ধরতে চেয়েছি আমি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত