প্যারিস অলিম্পিকে র্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হওয়ায় পদক লড়াইয়ের প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পেয়েছেন বাংলাদেশের আরচার সাগর ইসলাম। তার প্রতিপক্ষ টোকিও অলিম্পিকে রুপাজয়ী ইতালির মাউরো নেসপোলি। আজ প্যারিসের ইনভ্যালিদস গ্রাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। বাংলাদেশের একমাত্র অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিক্সে সরাসরি কোয়ালিফাই করায় সবার দৃষ্টি রয়েছে সাগরের দিকে। ২৫ জুলাই রিকার্ভ এককের র্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৪৫তম হন সাগর। যদিও শুরুর দিকে শীর্ষ দশে ছিলেন বাংলার পোস্টার বয়। র্যাংকিং রাউন্ডে নিজেকে উপরের দিকে রাখতে পারলে প্রতিপক্ষ হিসেবে নিচের দিকে আরচারকে পেতেন সাগর। এবার ‘ডু অর ডাই’ ম্যাচে নিজের নিশানাবাজী লক্ষ্যে রাখতে পারলে দ্বিতীয় রাউন্ডে উঠবেন তিনি। এর আগে বাংলার আরেক ভরসা শুটার রবিউল ইসলাম বিদায় নিয়েছেন বাছাই পর্ব থেকে।