ইন্দোনেশিয়ায় ১৪তম বাংলাদেশ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক অঙ্গনে স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন ক্রীড়াবিদরা। কিন্তু অনেক ক্ষেত্রেই বুমেরাং হয়ে ফিরতে হয় তাদের। তেমনি একটি সফর ছিল ইন্দোনেশিয়াতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ভলিবল দলের। ২৩-৩০ জুলাই সুরাবায়াতে অনুষ্ঠিত হল এশিয়ান পুরুষ অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের খেলা।

সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি লাল সবুজের কিশোররা। ১৬ দেশের মধ্যে ১৪তম হয়ে ফিরছেন তারা। ইরানের কোচ আলী পোর আরজির অধিনে প্রায় দুইমাসের অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে ইন্দোনেশিয়াতে গিয়েছিল বাংলদেশ। সি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, জাপান ও কুয়েত। ভারতের কাছে ৩-২ সেটে ও জাপানের কাছে ৩-০ সেটে হারলেও কুয়েতকে সরাসরি ৩-০ সেটে হারায় বাংলাদেশ। পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ সেটে হেরে যায় বাংলাদেশ। হংকংয়ের কাছে হােের ৩-২ সেটে। তবে ১৫-১৬ পজিশনের জন্য খেলে কাতারকে হারায় ৩-০ সেটে। সবশেষ ১৩ থেকে ১৪ পজিশনের জন্য ভিয়েতনামের বিপক্ষে খেলে ৩-০ সেটে হেরে ১৪তম হয় বাংলাদেশ।