প্যারিসে চলমান ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক ও ক্যালেন্ডারের পাতায় দিনটাকে নিশ্চিতভাবেই মনে রাখতে চাইবে আয়ারল্যান্ড। কারণ নিজেদের ইতিহাসে প্রথম স্বর্ণ নিশ্চিত করেছে আইরিশরা। সাঁতারে নিজেদের প্রথম স্বর্ণপদক নিশ্চিত করেছে ড্যানিয়েল উইফেন। গতকাল বুধবার প্যারিসের লা ডিফঁসা অ্যারেনায় ছেলেদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলে ৭ মিনিট ৩৮ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন এই আইরিশ সাঁতারু।
পাশাপাশি ভেঙে দেন টোকিও অলিম্পিক ইউক্রেনের মিখাইল রোমানচুকের গড়া ৭ মিনিট ৪১ দশমিক ২৮ সেকেন্ডের রেকর্ড। স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড গড়ার কাজটা অবশ্য সহজ ছিল না উইফেনের জন্য। তার প্রতিপক্ষ ছিল এই ইভেন্টে টোকিও অলিম্পিকে স্বর্ণ জেতা যুক্তরাষ্ট্রের ববি ফিঙ্ক, ইতালির জর্জিও পালত্রিনেইরি, এলিজাহ উইনিংটন এবং তিউনিশিয়ার আহমেদ জাওয়াদি।
লড়াইও জমেছিল দারুণ। তাতে দ্বিতীয় হন ববি। তিনি উইফেনের ঘাড়েই নিঃশ্বাস ফেলেছেন। দুইজনের মধ্যে ব্যবধান ছিল ০ দশমিক ৫৬ সেকেন্ড! ৭ মিনিট ৩৮ দশমিক ৭৫ সেকেন্ড টাইমিং করে রুপা জিতেন ববি। পালত্রিনেইরি ৭ মিনিট ৩৯ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। এমন জয়ের পর প্রাপ্তির উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি উইফেন। সেই সঙ্গে জানালেন স্বর্ণ জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসের কথা, ‘মিথ্যা বলব না আমি এটা (স্বর্ণ জয়) করতে যাচ্ছি, সেটা আগেই বলেছিলাম। তো সেটা কাগজে লিখিতভাবে দেখতে পেরে ভালো লাগছে।’
এদিন অলিম্পিকের সুইমিং পুলেই ঘটেছে আরও এক রেকর্ড। টানা দ্বিতীয়বার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতলেন অস্ট্রেলীয় নারী সাঁতারু কাইলি ম্যাকিওন। ২০২১ সালে টোকিওতে এই ইভেন্টে গড়েছিলেন অলিম্পিক রেকর্ড। এবার নিজেই সেটাকে ভাঙলেন তিনি। গতবার ৫৭.৪৭ সেকেন্ড সময় নেয়া ম্যাকিওন এবার সময় নিয়েছেন ৫৭.৩৩ সেকেন্ড। এই ইভেন্টে বিশ্বরেকর্ড আছে মার্কিন সাঁতারু রিগান স্মিথের নামের পাশে। এবার তিনি জিতেছেন রৌপ্য পদক। মার্কিন সাঁতারু সময় নিয়েছেন ৫৭.৬৬ সেকেন্ড। আরেক মার্কিনি ক্যাথারিন বারকফ ৫৭.৯৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।