প্যারিস অলিম্পিক ২০২৪

এবার জোড়া স্বর্ণ জয়ের কীর্তি মারশাঁর

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অলিম্পিকে সুইমিং মানেই মাইকেল ফেলপস। কিংবদন্তি এই সাঁতারু অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ বার স্বর্ণ জিতেছেন। সুইমিং ইভেন্টের নাম যতবারই সামনে আসবে, ততবারই উচ্চারিত হবে তার নাম। সাঁতারের রেকর্ডে তাকে একক সম্রাট বললেও খুব একটা অত্যুক্তি হয় না। তবে প্যারিস অলিম্পিকে কিংবদন্তি ফেলপসের রেকর্ড ভেঙেছেন ফরাসি সাঁতারু লিওঁ মারশাঁ। ফেলপসের রেকর্ড ভাঙার পর এবার একই দিনে দুইটি স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন ফরাসি এই অ্যাথলেট। ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মারশাঁ। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার মিডলের ইভেন্টে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের কিংবদন্তির গড়া এই রেকর্ডই এবারের আসরে ভেঙেছেন ফরাসিদের ঘরের ছেলে মারশাঁ। তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড। দিন তিনেক আগে রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর গত বুধবার রাতে ফের ইতিহাস গড়েছেন ফরাসিদের এই ঘরের ছেলে। ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জয়ের ঘণ্টা দুয়েক পরেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও স্বর্ণ জিতেছেন মারশাঁ। এমনকি এই দুইটি ইভেন্টেই বিশ্বকরেকর্ডও করেছেন তিনি। ২০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণ জিততে মারশাঁ সময় নিয়েছেন ১ মিনিট ৫১.২১ সেকেন্ড। ০.৫৪ সেকেন্ড পেছনে থেকে এই ইভেন্টে রুপা জিতেছেন মিলাক। এবারের অলিম্পিকে নিজের দ্বিতীয় স্বর্ণ জয়ের ঘণ্টা দুয়েক পর ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন এরইমধ্যে দ্বিতীয় ফেলপস হিসেবে আখ্যায়িত হওয়া এই ফরাসি অ্যাথলেট। একই ইভেন্টে ২ মিনিট ৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি-ক্রুক। অলিম্পিকে সাঁতারের রাজা মাইকেল ফেলপস। যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি সাঁতারু গ্রেটেস্ট শো অন আর্থে স্বর্ণ জিতেছেন মোট ২৩টি। তবে তারও একইদিনে দুইটি স্বর্ণ জয়ের রেকর্ড নেই। অবিশ্বাস্য সেই কীর্তিই করে দেখালেন মারশাঁ।