প্যারিস অলিম্পিক ২০২৪

‘ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত’

বিদায়বেলায় অ্যান্ডি মারে

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নিজের শেষ অলিম্পিকসে খেলতে নেমেছিলেন ব্রিটিশ টেনিস আইকন অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিকসে দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে সরাসরি সেটের হারে শেষটা সুখকর না হলেও, পেছনে তাকিয়ে ক্যারিয়ার নিয়ে গর্বের অনুভূতির কথাই বললেন তিনি। অলিম্পিকস এককে দুইবারের স্বর্ণ জয়ী মারে এবারের অলিম্পিক দিয়ে বিদায় নেয়ার সিদ্ধান্ত আগেই জানান। শেষের মঞ্চে শুরুতে একক ও দ্বৈতে খেলার সিদ্ধান্ত জানালেও, পরে একক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ২০১২ ও ২০১৬ অলিম্পিকসে এককে চ্যাম্পিয়ন মারে ড্যান ইভান্সের সঙ্গে জুটি বেধে নামেন দ্বৈতের লড়াইয়ে। প্রথম দুই রাউন্ডের প্রতিদ্বন্দিতাপূর্ণ লড়াইয়ে জয়ের হাসি হাসলেও, শেষ আটে এসে আর নিজেদের মেলে ধরতে পারলেন না তারা। যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ ও টমি পল জুটির বিপক্ষে হেরে যান ৬-২, ৬-৪ গেমে। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম এককের চ্যাম্পিয়ন মারে শেষটায় বললেন, ‘আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন এবং এই খেলায় যা কিছু দিয়েছিল তা নিয়ে গর্বিত।’ ২০১২ সালের ইউএস ওপেনে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান মারে। এরপর ২০১৩ ও ২০১৬ সালের উইম্বলডনের ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। এরপর অসংখ্যবার চোট আঘাত হেনেছে তার শরীরে, বারবার ছিটকে পড়েছেন বাইরে। ঘুরে দাঁড়িয়ে ফিরেছেন কোর্টে; কিন্তু পুরোনো ছন্দ আর ফিরে পাননি তিনি। অবশেষে এই বছরে নিয়ে ফেলেন একেবারে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এবার সেটাও আনুষ্ঠানিক রূপ পেয়ে গেল। তবে বিদায়বেলায় তিনি বেশ খুশি বলেই জানালেন। ‘অবশ্যই মুহূর্তটা আবেগের কিন্তু আমি এখন সত্যিই খুশি। যেভাবে শেষ হলো, এতে আমি খুশি।’ ২০০৫ সালে পেশাদার টেনিস পথচলা শুরুর পর থেকে ৩৭ বছর বয়সী মারে মোট এক হাজার একটি এককের ম্যাচ খেলছেন, সঙ্গে খেলেছেন অনেক দ্বৈতের ম্যাচ। ক্যারিয়ারে ৪৬টি এটিপি শিরোপা জয়ী মারে ২০১৫ সালে ব্রিটেনকে ডেভিস কাপ জয়েও নেতৃত্ব দেন তিনি।