ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৈরী পরিবেশে শান্তদের ফিটনেস পরীক্ষা আজ

বৈরী পরিবেশে শান্তদের ফিটনেস পরীক্ষা আজ

কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনে দেশজুড়ে অস্বস্তিকর পরিবেশ বিরাজমান। এমন পরিস্থিতির মধ্যেই প্রস্তুতি শুরু করতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। কারণ, ঘনিয়ে আসছে টাইগারদের পাকিস্তান সফর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিকাংশ ক্রিকেটার ছুটিতে ছিলেন। সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদসহ কয়েকজন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত ছিলেন। তারাও বেশিরভাগ দেশে ফিরেছেন। তাই পরিস্থিতি যাই হোক এবার পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাবে তারা। সফর সামনে রেখে আজ ফিটনেস টেস্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফিটনেস পরীক্ষা। ক্যাম্পে অংশ নেয়া সব ক্রিকেটারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস রুটিন ঠিক করে দেবেন ট্রেনাররা। এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে অনুশীলন। গতকাল শুক্রবার বিসিবির ক্রিকেটার অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভোর ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত হবে ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্ট আধঘণ্টার রানিং শেষে ক্রিকেটাররা ফিরবেন মিরপুরে। হোম অব ক্রিকেটে সকাল ১০টা থেকে শুরু হবে অনুশীলন। অনুশীলনে থাকবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে কোচিং স্টাফের বাকি সদস্যরাও। এদিকে ছাত্রদের আন্দোলনের দিকে তীক্ষè নজর রাখছে বিসিবি। পরিস্থিতি অনুকূলে না থাকলে ভিন্ন চিন্তা করা হবে। এ বিষয়ে শাহরিয়ার নাফিস বলেন, ‘হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের প্রোগ্রাম অন আছে। ম্যানেজমেন্ট এটা পরিস্থিতির ওপর খেয়াল রাখছে, এখন পর্যন্ত কোনো পরিবর্তন নাই।’ চলমান পরিস্থিতির মাঝে কড়া নিরাপত্তায় চট্টগ্রামে চলছিল টাইগার্সের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শেষে এরই মধ্যে ক্রিকেটাররা ফিরেছেন ঢাকা। এবার পাকিস্তান সিরিজের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে শুরু হবে অনুশীলন। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট ও করাচিতে ৩০ আগস্ট থেকে হবে দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত