ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের অলিম্পিক মিশন শেষ

ইমরানুরও হতাশ করলেন

ইমরানুরও হতাশ করলেন

সিটি অব লাভ প্যারিসে জমে উঠেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক লড়াই। কেউ পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে উল্লাসে মাতছেন, কেউ না পাওয়ার বেদনায় কান্নায় ভেঙে পড়ছেন। কেউ বা প্রথমবার দেশকে পদক জয়ের আনন্দে ভাসিয়ে দিচ্ছেন। তবে উল্টো চিত্র বাংলাদেশিদের। একের পর এক অংশগ্রহণ করছেন আর বিদায় নিচ্ছেন। যাদের নিয়ে আশা করা হয়েছিল তারা শুরুতেই বিদায় নিয়েছেন। সরাসরি সুযোগ পাওয়া আর্চার সাগর ইসলাম বিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ ক্রীড়া উৎসবে নিজেকে রাঙাতে পারেননি। সাগরের পর স্প্রিন্টার ইমরানুর রহমানকে নিয়ে আশাবাদী ছিল সবাই। কিন্তু দেশবাসীকে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব। ১০০ মিটার স্প্রিন্টের মূল হিটেই যেতে পারেননি বাংলাদেশের দৌড়বিদ। প্রাথমিক হিটে ৮ জনের মধ্যে ৬ষ্ঠ হয়ে বাদ পড়েছেন তিনি। ৩১ বছর বয়েসি বাংলাদেশি স্প্রিন্টার ১০.৭৩ সেকেন্ড সময় নেন দৌড় শেষ করতে। এটা তার ব্যক্তিগত রেকর্ড ১০.১১ সেকেন্ডের চেয়ে ০.৬২ সেকেন্ড বেশি। ৪৫ প্রতিযোগীর মধ্যে ইমরানুর হয়েছেন ২৫তম। ব্রিটেন প্রবাসী বাংলাদেশি এই দৌড়বিদ শুরুটা ভালো করেছিলেন। কিন্তু স্টাটে দ্য ফ্রান্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ৫০ মিটারের পরই খেই হারিয়ে ফেলেন তিনি। নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারলে পরের রাউন্ডে যেতে পারতেন ইমরানুর। কারণ দৌড় শুরুর আগে প্রিলিমিনারি রাউন্ডের ৬ নম্বর হিটে বাকি প্রতিযোগীদের মধ্যে সেরা টাইমিংয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থান ছিলো তার। একই পরিণতি সাঁতারু সোনিয়া খাতুনের। ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে বাদ তিনিও। গতকাল শনিবার প্রায় কাছাকাছি সময়ে নেমেছিলেন বাংলাদেশের আরেক অলিম্পিয়ান সোনিয়া। ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের তিন নম্বর হিটে নামেন তিনি। তাতে ৮ জনের মধ্যে সোনিয়া হন ৬ষ্ঠ। সাঁতার শেষ করেন ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে। গত বছর এশিয়ান গেমসে ৩০.১১ সেকেন্ড সময় নিয়ে এরচেয়ে দ্রুত শেষ করেছিলেন। এবার বিবর্ণ পারফরম্যান্সে ৭৯ জনের মধ্যে সোনিয়া হয়েছেন ৬৪তম। তাদের ব্যর্থতায় শেষ হলো বাংলাদেশের অলিম্পিক অভিযান। এর আগে এবার বাংলাদেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেন আর্চার সাগর ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি, শ্যুটার রবিউল ইসলাম। কেউই বড় মঞ্চে লড়াইয়ের আভাস তৈরি করতে পারেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত