প্যারিস অলিম্পিক ২০২৪

২০০ মিটার স্প্রিন্টে নেই বিশ্বচ্যাম্পিয়ন জ্যাকসন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অলিম্পিকসে অ্যাথলেটিকস মানেই জ্যামাইকার জয়জয়কার। ক্যারিবীয়ান দেশটির সবচেয়ে বড় তারকা উসাইন বোল্ট। তিনি বিদায় নিয়েছেন আগেই। তারপর মেয়েদের স্প্রিন্টে দেশটির হয়ে স্বর্ণপদক অক্ষুণ্ণ রেখেছিলেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। কিন্তু এই দ্রুততম মানবীও এবার সরে দাঁড়িয়েছেন। বেইজিং ও লন্ডন অলিম্পিকে স্বর্ণজয়ী জ্যামাইকান কিংবদন্তি এবার শেষবারের মতো অলিম্পিকে দৌড়াতে এসেছিলেন। কিন্তু শেষের শুরুটা ভালো হলো না ফ্রেজার-প্রাইস। প্যারিস অলিম্পিকের মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জ্যামাইকান কিংবদন্তি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। আরো একটি বড় আঘাত জ্যামাইকান অ্যাথলেটদের জন্য। ২০০ মিটার স্প্রিন্ট থেকে ছিটকে গেছেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন শেরিকা জ্যাকসন। গতকাল রোববার নিজের নাম প্রত্যাহার করে নেন বিশ্ব নন্দিত এ নারী অ্যাথলেট।

এর আগে রোববার সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড স্বর্ণ জেতার দিনে ১০০ মিটার স্প্রিন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জ্যাকসন। হাঙ্গেরিতে প্রতিযোগিতায় নামার অনুশীলনে গত ৯ জুলাই ইনজুরিতে পড়েন তিনি। মূলত ১০০ মিটার স্প্রিন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল ২০০ মিটারে নাও থাকতে পারেন শেরিকা। সে পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। অফিসিয়াল স্টার্ট শীটে তার নামের পাশে ‘ডিএনএস’ থাকার পরই বিষয়টি স্পষ্ট হয়। ১০০ মিটার স্প্রিন্ট থেকে ছিটকে যাওয়ার পর শেরিকা বলেছিলেন, ‘আপনাকে আপনার শরীর, আপনার মন এবং আপনার আত্মার জন্য সেরাটা করতে হবে। আমি এই সিদ্ধান্ত নিয়ে ঠিক আছি।’ উল্লেখ্য, শেরিকার সতীর্থ এলাইন থম্পসন-হেরাও ইনজুরির কারণে প্যারিসে এবার অনুপস্থিত। টোকিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার উভয় স্প্রিন্টেই জিতেছিলেন।