ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পারিবারিক ধারা বজায় রাখলেন কারোলিয়েন

পারিবারিক ধারা বজায় রাখলেন কারোলিয়েন

গত শতাব্দীতে অনুষ্ঠিত দুই অলিম্পিক আসরে সোনা জিতেছেন বাবা। এবারের প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন ভাই। আর এবার চির আকাঙ্ক্ষিত এই পদক জিতলেন কারোলিয়েন ফ্লোরিন। গত শনিবার সোনা জিতে যেন পারিবারিক ধারা বজায় রাখলেন ডাচ এই রোয়ার। বর্তমান চ্যাম্পিয়ন এমা টুইগকে হারিয়ে মেয়েদের সিঙ্গেল স্কালসে সোনা জিতেছেন কারোলিয়েন। ডাচ এই রোয়ার ৭ মিনিট ১৭.২৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। কারোলিয়েনের জন্ম অলিম্পিয়ান পরিবারে। বাবা দুইবার সোনা জিতেছেন। ২৬ বছর বয়সী এই রোয়ারের বাবা রোনাল্ড ফ্লোরিন ১৯৮৮ সালে অনুষ্ঠিত সিউল অলিম্পিকে প্রথম এই পদক জেতেন। এরপরে ১৯৯৬ সালের আতালান্তা অলিম্পিকেও রোয়িং এইটে সোনা জিতেন তিনি।

কারোলিয়েনের ভাই ফিন ফ্লোরিনও সোনা জিতেছেন গত সপ্তাহেই। ছেলেদের কোয়াড্রপল স্কালসে এই পদক জিতেছেন তিনি। কারোলিয়েনের বাবা-ভাই যে শুধু চ্যাম্পিয়ন অ্যাথলেট তাই নয়, তার মাও একজন অলিম্পিয়ান। ডাচ এই রোয়ারের মা আন্তে রেহাগ ১৯৯৪ ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন, খেলেছিলেন আতালান্তা অলিম্পিকে। অলিম্পিকে সোনার পদক জয়ের পর কারোলিয়েন বলেন, ‘আমার কাছে এটা বিশ্বজয়ের মতো। জন্মের পর থেকেই অলিম্পিকে একটা সোনা জিততে চেয়েছি আমি। চেয়েছি বিশ্বসেরা রোয়ারদের ভেতর থেকে মেয়েদের সিঙ্গেল স্কালস জিততে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত