ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের বিপক্ষে শুরু

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের বিপক্ষে শুরু

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে তো? সেটা নিশ্চিত নয় এখনো। তবে আগামী বছর হতে যাওয়া টুর্নামেন্টের খসড়া সূচি অনেক আগে আইসিসির কাছে জমা দিয়েছে পিসিবি। সেই খসড়া সূচিটা গতকাল রোববার প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। সেই সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ বাংলাদেশের। সাকিব, শান্ত, হৃদয়রা প্রথম ম্যাচ খেলবেন রোহিত-কোহলি-বুমরাদের ভারতের সঙ্গে। এছাড়া বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে আর ২৭ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারত-পাকিস্তানের প্রতীক্ষিত ম্যাচটি হবে ১ মার্চ। প্রথম সেমিফাইনাল ৫ মার্চ ও দ্বিতীয় সেমিফাইনাল ৬ মার্চ।

ফাইনাল মাঠে গড়াবে ৯ মার্চ। ফাইনালে আছে রিজার্ভ ডে। এছাড়া ১২-১৮ ফেব্রুয়ারি অংশ নেয়া দলগুলো খেলবে প্রস্ততি ম্যাচও। এ সময় টুর্নামেন্টের প্রচারণাতেও অংশ নিবেন খেলোয়াড়রা। তবে প্রশ্ন হচ্ছে, এই আয়োজনে নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে আসবে তো? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ৮-১৪ ফেব্রুয়ারি এই সিরিজের সব ম্যাচ হবে মুলতানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত