সুইমিংপুলে ফের দ্যুতি ছড়ালেন ম্যাকিন্টশ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

প্যারিসের সুইমিংপুলে আবারো দ্যুতি ছড়ালেন সামার ম্যাকিন্টশ। অলিম্পিক রেকর্ড গড়ে ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সেরা হয়ে পূর্ণ করলেন মেডলি ডাবল। প্যারিস লা দিফঁস অ্যারেনায় গত শনিবার মেয়েদের এই ইভেন্টে দুই মিনিট ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ম্যাকিন্টশ। গত অলিম্পিকসে ১৪ বছর বয়সে বিস্ময় জাগানো কানাডার এই তরুণী এবারের আসরে ৪০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম অলিম্পিক পদক জয় করেন, রুপালি রংয়ের। সোনালী হাসিতে রাঙাতে খুব বেশি দেরি করেননি তিনি। গত সোমবার ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি জিতে প্রথম সোনার পদক জয়ের স্বাদ পান ১৭ বছর বয়সি ম্যাকিন্টশ। আর এবার ২০০ মিটারে মেডলি জিতে পূর্ণ করলেন এর ডাবল। মাঝে গত বৃহস্পতিবার ২০০ মিটার বাটারফ্লাইয়েও সোনা জেতেন তিনি। যুক্তরাষ্ট্রের কেট ডগলাস (২ মিনিট ৬ দশমিক ৯২ সেকেন্ড) রুপা ও অস্ট্রেলিয়ার কাইলি ম্যাককিওন (২ মিনিট ৮ দশমিক ০৮ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।