ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাপানে চার পদক জয় কারাতেকাদের

জাপানে চার পদক জয় কারাতেকাদের

জাপানে অনুষ্ঠিত বিশ্ব কোশিকি কারাতে ওপেন চ্যাম্পিয়নশিপে একটি রুপা ও তিনটি ব্রোঞ্জসহ চারটি পদক জিতেছেন বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের কারাতেকারা। ২-৪ আগস্ট টোকিওতে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় মাহামুদুল কবির রুপা এবং জাফিরা বিনতে মোস্তাক, শাহ আলী কবির রাফি এবং হাবিব সিকদার একটি করে ব্রোঞ্জপদক জেতেন। টুর্নামেন্টের কাটা এবং কুটিতে রেফারিং করেন বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক সিহান মোস্তাফিজুর রহমান ও হুমায়ুন কবির। প্রতিযোগিতা শেষে নয় সদস্যের বাংলাদেশ সিতোরিউ কারাতে দলটি বুধবার দেশে ফিরবে। টোকিও থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াইটসআপে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ব আসরে অংশ নিয়েই সিতোরিও কারাতেকারা একটি রুপাসহ চারটি পদক জিতেছে। যা দেশের জন্য অনেক গর্বের।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত