ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ওপেন তায়কোয়ান্দোর ক্যাম্প স্থগিত

বাংলাদেশ ওপেন তায়কোয়ান্দোর ক্যাম্প স্থগিত

১২ দেশের তায়কোয়ান্দোকাদের অংশগ্রহণে ১১-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা দ্বিতীয় দ্বিতীয় বঙ্গবন্ধু বালাদেশ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের খেলা। শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতার ক্যাম্প চলমান ছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। কিন্তু চলমান কোটা সংষ্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতায় আপাতত ক্যাম্প স্থগিত করা হয়েছে বলে জানান তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তার কথায়, ‘চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখতে আমাদের ক্যাম্প চলমান ছিল। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষের দিকে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা বন্ধ করতে বাধ্য হয়েছি। সময় ভালো হলে ফের ক্যাম্প শুর করবো আমরা।’ গত বছর অক্টোবরে বিকেএসপিতে অনুষ্ঠিত প্রথম আসরে ৩০টি স্বর্ণ, ২০টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছিলেন স্বাগতিক তায়কোয়ান্দোকারা। ১৫টি স্বর্ণ, ১০টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতে নেপাল রানার্সআপ এবং আটটি স্বর্ণ, একটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে আট দেশের সাতশ জন তায়কোয়ান্দোকা অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত