কোচ হিসেবে টিকবেন না গম্ভীর

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ভারতের শিরোপাজয়ী দলের যাত্রা শুরু হয়। যার পরিপূর্ণতা আসে ২০১১ বিশ্বকাপ আর ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। ২০০৭ সালের সেই যাত্রার বড় অবদান ছিল গৌতম গম্ভীরের। ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ জেতানো ৭৫ রানের এক ইনিংস। ভারতের সেই ফাইনালে বড় ভূমিকা রেখেছিলেন আরো একজন। শেষ ওভারে বল হাতে সেদিন নায়ক হয়েছিলেন যোগিন্দর শর্মা। মিডিয়াম পেসার যোগিন্দরের ক্যারিয়ার অবশ্য লম্বা হয়নি ভারতের ক্রিকেটে। বর্তমানে খেলা থেকেই আছেন অনেকটা দূরে। ভারতীয় পুলিশের সঙ্গে যুক্ত। তবে ব্যাট বলের লড়াইটা দেখেন টিভিপর্দায়।

যোগিন্দরের সতীর্থ গৌতম গম্ভীর বর্তমানে ভারতের কোচ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছেন। ওয়ানডেতে প্রথম ম্যাচটাই হয়েছে। পরের ম্যাচেই পেয়েছেন হারের স্বাদ। গম্ভীরের দল শুরুটা ভালো করলেও যোগিন্দরের বিশ্বাস, বেশিদিন কোচ হিসেবে থাকা হবে না সাবেক ওপেনারের। যোগিন্দর একটি ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ গম্ভীরকে নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কথা বলেন। আর এর পেছনে যুক্তিও দিয়েছেন তিনি, ‘তার (গৌতম গম্ভীর) নিজস্বতা আছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করে। এমনও হতে পারে তার সিদ্ধান্ত ক্রিকেটারদের পছন্দ হবে না। আমি বিরাট কোহলির কথা বলছি না। অনেকবার দেখেছি, গম্ভীরের সিদ্ধান্তগুলো এমন, যা অন্যরা পছন্দ করে না।’ গম্ভীর অত্যন্ত সততার সঙ্গে কাজ করে থাকেন বলেই তিনি বিপদে পড়তে পারেন ধারণা যোগিন্দরের, ‘গম্ভীর সরাসরি কথা বলার মানুষ। সে কারও কাছে যাওয়ার মানুষ নয়, কাউকে তোষামোদও করবে না। আমরা এ জন্য তাকে পছন্দ করি, কৃতিত্ব দিই। সে তার কাজটা নিবেদন ও সততা দিয়ে করে থাকে।’ ৪২ বছর বয়সি ভারতের এই বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান এর আগে সে অর্থে কোচের ভূমিকায় ছিলেন না। ২০২১ ও ২০২২ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। দুবারই দলটি আইপিএল প্লে অফে জায়গা করে নেয়। ২০২৩ সালের নভেম্বরে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নেন। কলকাতা তার অধীনে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জয় করে।