ক্ষমতার পালাবদলে ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। ছাত্র ও জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ পরাভূত হওয়ায় পাল্টে গেছে দেশের চিত্র। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নেতৃত্বশূন্য আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দখলমুক্ত করতে ব্যস্ত ক্ষুব্ধ জনতা। ঠিক একই চিত্র দেশের ক্রীড়াঙ্গনেও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কোনো কোনো ক্রীড়া ফেডারেশনের কর্তাদের অনুপস্থিতে অভিবাবকদের শূন্যতায় শুনশান নিরবতা। আবার কোনটিতে দখলমুক্ত করে কুরসিতে বসে পড়েছেন সাবেক কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাদের দাবি, যোগ্য সংগঠকদের দিয়ে বিসিবি চালাতে হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ের সামনে জড়ো হওয়া এই ক্রিকেট সংগঠকদের দাবি ছিল, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। সকালে বিসিবি কার্যালয়ে অনেকের সঙ্গে উপস্থিত হন বিসিবির সাবেক পরিচালক ও গ্র্যাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াবের) সাধারণ সম্পাদক দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেনসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান ও বোরহান উদ্দিনসহ আরো অনেকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুর নেতৃত্বে কুরসিতে বসেছেন সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শহিদুল হক ভূঁইয়া। তাৎক্ষনিক সভা করে দিলু বলেন, ‘আমরা কাউকে বাদ দিতে চাই না। আজ বুধবার সকাল ১১টায় সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, জাজ ও কর্মকর্তাদের সভায় আহ্বান করেছি। যাতে সবাই মিলে উশুকে এগিয়ে নিতে কাজ করতে পারি।’ এ সময় ২০১০ এসএ গেমসে স্বর্ণজয়ী উশুকা মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। কারাতে ফেডারেশনেরও একই দশা। বান্দরবান উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা না থাকায় এখন কারাতের কুরসি দখলে নিয়েছেন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টুর দল। তার কথা, ‘আওয়ামী ঘরানার কর্তারা পদত্যাগ করলেই আমরা নতুন করে নেতৃত্ব সাজাবো।’ আগের দিন প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ক্লাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত সোমবার বিকালে কয়েকশ দুষ্কৃতকারীরা ক্লাবে এসে সবকিছু তছনছ করে ফেলে। অনেক ট্রফি ভাঙচুর হয়েছে। প্রশাসনিক কক্ষের আসবাবপত্র ও কাগজপত্রের সব কিছুর ক্ষতি হয়েছে। কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি লুটপাটও হয়েছে। ক্লাব প্রাঙ্গণে ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ম্যুরালের একটি অংশ ভেঙে ফেলার পাশাপাশি আগুন লাগিয়ে দেয়া হয়। এদিকে শুনশান নিরবতাই দেখা গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। সেখানে গিয়ে দেখা যায় গেটে কোনো ওয়াচম্যান নেই। বাইরে ও ভেতরে তালাবদ্ধ। মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘সাধারণ ছুটির দিনেই সবাইকে হোম ফ্রম ওয়ার্কের (বাসায় বসে কাজ) নির্দেশনা দিয়েছিলাম। তাই কেউ অফিসে আসেনি।’ তবে তৃণমূলের কোচ ইব্রাহিম খলিল কালা বলেন, ‘গত সোমবার রাতে কিছু দুষ্কৃতকারী বাফুফে ভবন আক্রমণ করার চেষ্টা করেছিল। সরকারি সম্পতি নয়, ফিফার সম্পত্তি বলে তাদেরকে আমি নিবৃত করেছি।’ অন্য ফেডারেশনগুলোরও একই চিত্র।