ক্ষমতার পালাবদল

পিছিয়ে গেল শান্তদের পাকিস্তান সফর

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। যে কারণে পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত সময়ে পাকিস্তান সফরে যেতে পারছে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুটি চার ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে নির্ধারিত সময়ে দলটি যেতে পারছে না বলে জানায় বিসিবি।

চলমান অরাজক পরিস্থিতিতে বিমানবন্দর অচল হয়ে আছে। অন্তত ৪৮ ঘণ্টার আগে কিছুই বলার উপায় নেই। বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ‘এ’ দলের সফর নিয়ে।’ দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ১০ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা। দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে ১৭ অগাস্ট থেকে। এরপর ২৩, ২৫ ও ২৭ অগাস্ট তিনটি একদিনের ম্যাচ খেলার কথা পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দলের।