ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি

বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি

কোটা সংস্কার আন্দলোনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তারপরও থমথমে অবস্থা বিরাজ করছে। কবে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। তবে ক্ষমতার পালাবদলের পর চলমান সহিংসতা, অরাজকতা ও অনিশ্চিত পরিস্থিতি বিবেচনায় বিকল্পের কথা ভাবনায় রয়েছে আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের বাইরে বিশ্বকাপ আয়োজনের পথও খোলা রাখছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নজরে আছে আইসিসির। বিকল্প আয়োজক হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে চোখ রাখা হচ্ছে। এদেশে বিশ্বকাপ আয়োজন করা না গেলে ভারত ও শ্রীলঙ্কা কম সময়ের নির্দেশে তা করতে সক্ষম। তবে পাকিস্তানের মেয়েদের ভারতে যাওয়া নিয়ে পড়তে হবে বিপাকে। তাদের প্রতিবেশী দেশে পা রাখতে ভিসাজনিত ইস্যু মোকাবিলা করতে হবে। শ্রীলঙ্কার ক্ষেত্রে অক্টোবরের বৃষ্টি আইসিসিকে ভাবাচ্ছে। ২০২৪ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত