প্যারিস অলিম্পিকস

অলিম্পিক ইতিহাসে প্রথমবার

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অলিম্পিকের জিমন্যাস্টিকসের পোডিয়ামে দেখা মিলল অভূতপূর্ব এক দৃশ্যের। প্যারিসের ক্রীড়াযজ্ঞ দিয়ে প্রথমবার এই গেমসের পদকজয়ী তিনজনই ‘ব্ল্যাক’। বর্ণবাদ নিয়ে বিশ্বজুড়ে যে অস্থির অবস্থা, সেটিরই মোক্ষম জবাব হয়ে এলো এবারের আসর। জিমন্যাস্টিকসের ফ্লোর ফাইনালের পোডিয়ামে ওঠা কালো বর্ণের তিনজনে আলোকিত হলো প্যারিস অলিম্পিক। প্যারিসে জিমন্যাস্টিকসে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন সিমোন বাইলস। তবে ফ্লোর ফাইনালে সোনা জিততে পারেননি। এই ইভেন্টে সোনার হাসি ব্রাজিলের রেবেকা আন্দ্রাদের। আর ব্রোঞ্জ জিতেছেন জর্ডান চিলিস। পদকজয়ী এই তিনজনই কালো বর্ণের। জিমন্যাস্টিকসের অলিম্পিক ইতিহাসে যা প্রথমবার ঘটল। কালোর শক্তি দেখিয়ে বিশ্বকে নতুন এক বার্তাও দিয়েছেন তারা। পোডিয়ামে উঠে তিন বিজয়ী ভালোবাসা আর সম্মানে একে অন্যকে বেঁধে নিলেন। পোডিয়ামের ওপর সোনা জয়ী রেরেকাকে দুই পাশ থেকে বাইলস ও চিলিসের কুর্ণিশ করার দৃশ্য ইতিহাস হয়ে থাকবে। হার-জিত ভুলে গিয়ে কালোর জয় উদযাপন করেছেন তারা। রেরেকা যেমন বলেছেন, ‘আমরা কালোর শক্তি দেখিয়েছি। আমি নিজেকে ভালোবাসি, আমার গায়ের রঙকে ভালোবাসি। যদিও এটাকে (গায়ের রং) আমি গুরুত্ব দেই না। একই বিষয় জর্ডান (চিলিস) ও সিমোনের (বাইলস) ক্ষেত্রেও।’ সোনাজয়ী এই ব্রাজিলিয়ান জানিয়েছেন, মাঝেমধ্যে গায়ের রং জিমন্যাস্টিকসের জন্য ভীষণ কঠিন হয়ে ওঠে। তবে এই তিনজন প্রমাণ করেছেন ‘সব সম্ভব’ এবং ‘আপনি চাইলেই পারবেন’। প্রায় একই রকম কথা বলেছেন রুপা জয়ী বাইলস। আমেরিকান তারকার বক্তব্য, সে (রেবেকা) অসাধারণ। সে রানী। সবচেয়ে বড় বিষয় হলো, এই পোডিয়ামটা অল-ব্ল্যাক। এটা আমাদের আরো বেশি উত্তেজিত করেছে।’