পাকিস্তান টেস্টে খেলবেন সাকিব

যা জানালো বিসিবি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগের। ছাত্রঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। টানা ৩৬ দিনের এই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন ৩ শতাধিক মানুষ। কিন্তু এই সময়ে দেশে ছিলেন না জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বর্তমানে কানাডায় রয়েছেন এই অলরাউন্ডার। সামনেই পাকিস্তানে বাংলাদেশ দলের একটি টেস্ট অ্যাসাইনমেন্ট রয়েছে। যেখানে প্রথম টেস্টটি শুরু হবে ২১ আগস্ট থেকে। এরমধ্যেই সেই সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই ক্যাম্প। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবকে নিয়ে অনেক অনিশ্চয়তার কথাই শোনা যাচ্ছে। ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। তবে খুব শীগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস।

গত কয়েক দিনে সার্বিক পরিস্থিতির কারণে দেশের ক্রিকেট ছিল একরকম ঘরবন্দি। গত শনিবার ফিটনেস পরীক্ষার পর জাতীয় দলের অনুশীলন শুরুর কথা থাকলেও, সেটি এখনও হয়নি। তবে গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন ‘এ’ দলের ক্রিকেটাররা। প্রায় ৩ ঘণ্টার অনুশীলন সেশন শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাহরিয়ার নাফীস। অনেক কথার ভিড়ে সাকিবের প্রসঙ্গে এলে পরিষ্কার তথ্য পাওয়ার জন্য অপেক্ষার কথা বলেন তিনি। ‘সাকিব আল হাসানের ১২ অগাস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া। ১৩ অগাস্ট তার আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ অগাস্ট। তার আরো ২-৩ ম্যাচ রয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। তার পরিকল্পনা জানার চেষ্টা করব।’ সাকিবের অন্য পরিচয়ের প্রসঙ্গ তখন ওঠে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার ছাড়াও সবশেষ জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন সাকিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর হামলার শিকার হয়েছেন ওই সরকারি দলের অনেক সংসদ সদস্য ও নেতাকর্মীরা। এই অবস্থায় জাতীয় দলে যোগ দিতে সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তার ঝুঁকি থাকবে কি না কিংবা নিরাপত্তার বিষয়ে বিসিবি কী ভাবছে, তা জানতে চাওয়া হয় নাফীসের কাছে। পরিষ্কার কিছু না বলে অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষার কথাই জানান তিনি। ‘রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবু প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ অগাস্ট পর্যন্ত তার ছুটি রয়েছে। এরপর বাংলাদেশ ক্রিকেট দলে তার যোগ দেওয়ার কথা।’ ‘বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত পাকিস্তান সফরের বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে (সাকিব) যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার অনাপত্তিপত্রের কোনো বিষয় আসছে না।’ ‘এ’ দলের অনুশীলন শুরুর পর জাতীয় দলের অনুশীলন শুরুর ব্যাপারেও আশাবাদী নাফীস। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার জাতীয় ক্রিকেটারদের অনুশীলন শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে আগামী ১৬ অগাস্ট পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। আগামী ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। আর করাচিতে ৩০ তারিখ শুরু হবে পরেরটি।