বিকেএসপিতে সাবিনাদের ক্যাম্প!

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চারতলাতেই সাধারণত আবাসন ব্যবস্থা থাকে ক্যাম্পের নারী ফুটবলারদের। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যেও একই স্থানে থেকে অনুশীলন করছেন সাবিনা খাতুনরা। একই সঙ্গে ক্যাম্পে রয়েছেন অ-২০ দলের মেয়েরাও। ফলে বর্তমানে প্রায় ৫০ জন নারী ফুটবলার ক্যাম্পে অবস্থান করছেন। কিন্তু দেশের চলমান অস্থিরতায় নারী ফুটবলারদের ক্যাম্প বিকেএসপিতে সাময়িকভাবে স্থানান্তরিত করার আলোচনা চলছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশে অস্থিরতা বিরাজ করছে। সুযোগ সন্ধানী একটি মহল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাঙচুর এবং লুটপাট করছে। নারী ফুটবলারদের নিরাপত্তায় এরমধ্যেই বাফুফের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অধিকতর নিরাপত্তার স্বার্থে নারী ফুটবলারদের ক্যাম্প বিকেএসপিতে সাময়িক স্থানান্তর করার চেষ্টা চলছে। ইমরান বলেন, ‘বাফুফে ভবনে দেশের মানুষ হামলা করবে এমনটা আমি বিশ্বাস করতে চাই না। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। এটা দেশের সকল মানুষের ভালোবাসার জায়গা। ফুটবল দেশবাসীর আবেগের স্থান। আমি বিশ্বাস করি এখানে মেয়েরা নিরাপদেই থাকবে। আমাদের নিরাপাত্তা ব্যবস্থা আগের চাইতে জোরদার করা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘দেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। আমি মনে করি বাফুফে নিরাপদ স্থান। তবুও আমরা বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে আরো আগেই বিকেএসপির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের শনিবার জানাবে। তাদের নিজস্ব অনেক অ্যাথলেট রয়েছে সেখানে। তারা মেয়েদের থাকার ব্যবস্থা করতে পারবে বলে জানিয়েছে।