ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইউএস ওপেন

নিজেকে সরিয়ে নিলেন নাদাল

নিজেকে সরিয়ে নিলেন নাদাল

‘শতভাগ দিতে পারবেন না’ বলে আসন্ন ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল। চলতি বছর এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে সরিয়ে নিলেন স্প্যানিশ তারকা। চলমান প্যারিস অলিম্পিকসে টেনিসের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের বিপক্ষে হারেন নাদাল। কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেধে দ্বৈতের লড়াইয়ে নেমে তার যাত্রা থামে কোয়ার্টার-ফাইনালে। আগামী ১৯ অগাস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্তের কথা গত বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ জানান নাদাল। তবে কোনো নির্দিষ্ট চোট অথবা অন্য কোনো সমস্যার কথা জানাননি ৩৮ বছর বয়সী তারকা। ২০১৯ সালের পর থেকে মাত্র একবারই ইউএস ওপেনে খেলেছেন নাদাল। তার ২২ গ্র্যান্ড স্ল্যামের চারটি জিতেছেন ইউএস ওপেনে। আগামী মাসে বার্লিনে লেভার কাপে খেলার পরিকল্পনা আছে বলে জানান তিনি। এর আগে নাদাল ইঙ্গিত দিয়েছিলেন এই বছরের শেষে টেনিসকে বিদায় বলবেন তিনি। চলতি বছর এর আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন চোটের কারণে। অলিম্পিকসে মনোযোগ দিতে খেলেননি উইম্বলডনে। মাঝে ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন রোঁলা গাঁরোয় রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত