প্যারিস অলিম্পিক ২০২৪

অস্ট্রেলিয়ান অ্যাথলেট গ্রেপ্তার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

চলমান প্যারিস অলিম্পিক নিয়ে বিতর্কের শেষ নেই। আয়োজকদের নানা ভুলের পাশাপাশি একের পর এক বিতর্কে জড়াচ্ছেন অ্যাথলেটরা। এবার সেই তালিকায় নাম উঠালেন অস্ট্রেলিয়ান অ্যাথলেট টম ক্রেইগ। আসর চলাকালীন ফ্রান্সের রাজধানীর রাস্তায় কোকেইন কেনার অভিযোগে তাকে আটক করে দেশটির পুলিশ। পরে অবশ্য ছাড়া পেয়েছেন এবং ক্ষমা চেয়েছেন তিনি। প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানায়, গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরদিনই ছাড়া পান তিনি। অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি শুরুতে বিবৃতি দিয়ে একজন খেলোয়াড়ের গ্রেপ্তার হওয়ার কথা জানালেও তার নাম প্রকাশ করেনি। তাকে অভিযুক্ত করা হয়নি বলেও জানায় তারা। ২০২০ টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে রুপা জিতেছিলেন ক্রেইগ। ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘প্রথমত, গত ২৪ ঘণ্টায় যা হয়েছে, তার জন্য ক্ষমা চাই। অনেক বড় একটা ভুল করেছি। আমি এর দায়িত্ব নিচ্ছি। এই কাজ আমার পরিবার, সতীর্থ, খেলা ও অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না, এর দায় আমার। আমি সবাইকে লজ্জিত করেছি। অনেক দুঃখিত।’ এই বিষয়ে অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির প্রধান আন্না মিয়ার্স বলেন, ‘সে এমন একজন ভালো মানুষ, যে কি না ভুল সিদ্ধান্ত নেয়। এ ধরনের কাজের ফল তাকে পেতে হবে। সে ক্ষমা চেয়েছে, অনুতপ্ত। নিজের কাজের দায় নিয়েছে। ক্রেইগের সাহায্য দরকার হলে আমরা তাকে সাহায্য করব।’