ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অ্যাথলেটিকসেও পরিবর্তনের সুর

অ্যাথলেটিকসেও পরিবর্তনের সুর

কোটা সংস্কার ইস্যুতে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ বাঁচাতে পলিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। প্রায় ১৬ বছর পর ক্ষমতার পালাবদল ঘটেছে। দেশের ক্রীড়াঙ্গনেও সেই ঢেউ লেগেছে। ক্রীড়াঙ্গনেও শুরু হয়েছে দুর্নীতির ও স্বেচ্ছারিতার বিরুদ্ধে পরিবর্তনের সুর। সেই ধারাবাহিকতায় এবার পরিবর্তনের আওয়াজ উঠেছে অ্যাথলেটিকসেও। গতকাল শুক্রবার সাবেক তারকা অ্যাথলেটরা বিদায়ী সরকার আওয়ামী লীগের ছায়াতলে থাকা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিবের বিরুদ্ধে দুর্নীতির বিচার চেয়ে এবং তার স্বেচ্ছারিতার বিরুদ্ধে একাট্টা হয়ে মানববন্ধন করেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় এই কমপ্লেক্সের সুইমিংপুলে তারা ‘স্বৈরাচারী থেকে অ্যাথলেটিকস বাঁচাও’ ব্যানারে এই মানববন্ধন করেন। রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক তারকা অ্যাথলেট মিলজার হোসেন, রেহেনা পারভীন, জ্যোৎস্না আফরোজ, শাহ আলাম, মো. ইয়াহিয়া, মিজানুর রহমান, নাজিউর রহমান মল্লিক, মোস্তাকুর রহমান, ইকবাল হোসেন, ফরিদ খান চৌধুরী, খুরশিদা খুশি এবং সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন ও সাবেক সদস্য আবুল কালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাবেক তারকা অ্যাথলেট মিলজার হোসেন বলেন, ‘সাধারণ সম্পাদক আবদুর রকিব কখনোই ভাল মানের অ্যাথলেট ছিলেন না। তাই তিনি আমাদের মতো পুরস্কার পাওয়া অ্যাথলেটদের খেলাধুলাতে আমন্ত্রণ জানাতেন না। যা ক্রীড়া মানসিকতার বিরুদ্ধ।’ আরেক অ্যাথলেট রেহানা পারভীন বলেন, ‘এই কমিটির সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেউই অন্তরে ক্রীড়াকে ধারণ করতেন না। তাই দুর্নীতি করেছেন। সাবেক তারকা ক্রীড়াবিদদের অসম্মান করেছেন। আমরা এর পরিবর্তন চাই।’ সাবেক অ্যাথলেট ও ফেডারেশনের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বেশ ক’বছর দেশের অ্যাথলেটিকসে ক্রান্তিকাল কেটেছে। আবদুর রকিব মন্টুর একক কর্তৃত্ববাদ ও দুর্নীতির আশ্রয়তলে সময় কাটাতে হয়েছে অ্যাথলেটদের। নতুন অ্যাথলেট তুলে আনার নাম করে সাত কোটি টাকার পৃষ্ঠপোষকতা এনে প্রায় পুরোটাই আত্মসাৎ করেছে এই সাধারণ সম্পাদক। যার বিচার চাই আমরা।’ সাবেক সাধারণ সম্পাদক ও তারকা অ্যাথলেট শাহ আলম বলেন, ‘৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী ইমরানুরকে বিভিন্ন দেশে খেলিয়ে কোচের বদলে নিজে বিদেশে ভ্রমন বিলাশ করেছে মন্টু। প্যারিস অলিম্পিকেও অসুস্থ ইমরানুরকে খেলিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সে। তার সব দুর্নীতির বিচার চাই আমরা।’ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেন, ‘আবদুর রকিব মন্টুর সব অপকর্মের বিচার চাই আমরা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত