ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতীয় মিডিয়ায় গুজব লিটন দাসের প্রতিবাদ

ভারতীয় মিডিয়ায় গুজব লিটন দাসের প্রতিবাদ

কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। তারপরই দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস। তারমধ্যেই সুযোগ সন্ধানী দুস্কৃতিকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংখ্যালঘুদের কিছু মন্দির কিংবা বাড়িতেও হামলার অভিয়োগ উঠে। তবে মন্দির, প্যাগোডা, গির্জায় তারা পাহারা বসিয়েছে ছাত্র জনতা। গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। কিন্তু ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এরই মধ্যে অনেক গুজব ছড়িয়ে পড়েছে। গুটিকয় বিচ্ছিন্ন ঘটনাকে তারা বড় করে দেখাচ্ছে, এমনকি মিথ্যা খবরও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে ভুল খবর ছড়িয়ে পরে ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছবি ও ভিডিওতে যে বাড়ি দেখানো হচ্ছিল সেটা আসলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। গতকাল শুক্রবার ফেসবুকে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেছেন লিটন দাস। তার বাড়িতে যে আগুন দেয়া হয়নি সেটা জানিয়েছেন সবাইকে, ‘প্রিয় দেশবাসী, সবার প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’ ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অনেকেই উদ্যোগী হয়ে পাহারা দিয়েছেন সংখ্যালঘুদের বাড়ি ও ধর্মীয় উপসনালয়। এর প্রশংসাও করেছেন লিটন দাস। বাংলাদেশকে তিনি উল্লেখ করেছেন অসম্প্রদায়িক হিসেবে, ‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সব ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ।’ তিনি আরো লিখেছেন, ‘আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসঙ্গে থাকবো এবং সব ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত