ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাল পাকিস্তানে যাচ্ছেন শান্তরা

কাল পাকিস্তানে যাচ্ছেন শান্তরা

দীর্ঘ ১৬ বছর পর ক্ষমতার পট-পরিবর্তন ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। তারপর ব্যপক অস্থিরতার মধ্যে দিন কাটিয়েছেন দেশের মানুষ। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। পুলিশ না থাকায় রয়েছে নিরাপত্তা ঝুঁকি। সবদিক মিলিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দিতে হচ্ছে খেসারত। নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান সিরিজের অনুশীলন করতে পারছেন না তারা। তাই আগেভাগেই পাকিস্তানে জাতীয় দলকে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব-নির্ধারিত সময়ের ৫ দিন আগে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নাজমুল হাসান শান্তরা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ১২ আগস্ট পাকিস্তানের বিমান ধরবে দল। এর আগে যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ হবে করাচিতে। সেটি শুরু হবে ৩০ আগস্ট থেকে। আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু না হলেও গত বৃহস্পতিবার থেকে এককভাবে নিজেদের তৈরি করছেন ক্রিকেটাররা। মাঠে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন ক্রিকেটার। একই ধারা চলমান ছিল আজও। এর আগে গত শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস টেস্টের মাধ্যমে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ফিটনেস টেস্ট হয় মিরপুরে। পরবর্তীতে অনুশীলনের কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা হয়নি। এরপর থেকে সরকার পতনের আন্দোলনে দেশ উত্তাল থাকায় কার্যত সবকিছুই বন্ধ ছিল। ক্রিকেটাররা আসতে পারলেও বিদেশি কোচদের নিরাপত্তার কারণে সমস্যার সৃষ্টি। কোচরা নিজ নিজ দেশের অ্যাম্বেসির ক্লিয়ারেন্স ও আইনশৃঙ্খলা বাহীনীর নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া ঝুঁকি নিচ্ছে না বোর্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত