নেপালে পালিয়ে গেলেন হকির সাঈদ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। এরপরই সদ্য ক্ষমতা হারানো দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যে যার মতো করে বিদেশে পালিয়ে যান অথবা দেশেই আত্মগোপনে চলে যান। দু’একজন বিদেশে পাড়ি জমাতে গিয়ে বিমানবন্দরে আটক হন। সরকার পতনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। বিভিন্ন ফেডারেশনে বসে এতদিন যারা রাজত্ব করেছেন তারা হয় বিদেশে নয়তো আত্মগোপনে আছেন। তাদেরই একজন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাইদ। শেখ হাসিনার পতনের পর নেপালে পালিয়ে গেছেন তিনি। ক্যাসিনো কাণ্ডের পরও পলাতক ছিলেন সাইদ। পরে ফিরে এসে হকির সাধারণ সম্পাদকের চেয়ার বাগিয়ে নেন। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এবার হকি দলের ম্যানেজার হয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছেন ক্যাসিনো সম্রাটখ্যাত ঢাকা মহানগর দক্ষিণ যুব লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। আগামী ২১ আগস্ট প্রশিক্ষণ ও প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে দুই মাসের জন্য জার্মানি যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ হকি দলের। সেই দলের ম্যানেজার হিসেবে নাম দেয়া হয়েছে সম্রাটের। অথচ তিনি হকি অঙ্গনের কেউ নন এবং নানাভাবে বিতর্কিত ও সমালোচিত। ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে তিনি গ্রেপ্তার হন।

এরপর ২০২২ সালে দুর্নীতি, অর্থ পাচারসহ চার মামলায় জামিন পান। জার্মানগামী ৩০ সদস্যের দলে তার নাম দেয়া হয়েছিল। যদিও এখন জাতীয় দলের জার্মান যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক বলেন, ‘ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধানের মাধ্যমে এরই মধ্যে জার্মান দূতাবাসে জানানো হয়েছে, তাদেরকে (ইসমাইল ও অন্য কর্মকর্তারা) যেন ভিসা না দেয়া হয়। তবে খেলোয়াড়রা যেতে পারবে বলে আশা করি।’