ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্যারিস অলিম্পিকস

বিতর্কের মাঝেই স্বর্ণ জিতলেন খেলিফ

বিতর্কের মাঝেই স্বর্ণ জিতলেন খেলিফ

প্যারিস অলিম্পিকের অন্যত বিতর্কিত বিষয় হিসেবে আলোচনায় এসেছিলেন ইমানে খেলিফ। আলজেরিয়ান এই বক্সার গত বছর টেস্টোস্টেরন হরমোন লেভেল এবং ডিএনএ টেস্টে উতরে যেতে না পারায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। তবে অলিম্পিকের এবারের আসরে ঠিকই খেলছেন তিনি, শেষ পর্যন্ত জিতেছেন স্বর্ণও। খেলিফকে নিয়ে অলিম্পিকে বিতর্ক শুরু হয় গত ১ আগস্ট। আলজেরিয়ান এই নারী বক্সারের বিপক্ষে লড়াইয়ে নেমে মাত্র ৪৬ সেকেন্ডেই কাঁদতে কাঁদতে রিং থেকে বেরিয়ে যান ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি। এরপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয় খেলিফকে নিয়ে। আত্র লিঙ্গ নিয়েও নানা ধরনের মন্তব্য করেন অনেকে। তবে এসব বিতর্কের মাঝেও ঠিকই স্বর্ণ জিতে নিয়েছেন খেলিফ। চীনের ইয়াং লিউকে হারিয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেন তিনি। এরপর নিজেকে নিয়ে হওয়া সমালোচনার প্রতিবাদ করেছেন এই বক্সার। স্বর্ণজয়ী এই বক্সার বলেন, ‘আমি অন্য নারীদের মতোই একজন নারী। আমি একজন নারী হিসেবে জন্মগ্রহণ করেছি এবং আমি একজন নারী হিসেবে বেঁচে আছি। কিন্তু আমার সাফল্যের পেছনে শত্রু আছে। তারা আমার সাফল্য হজম করতে পারে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত