ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লুট হওয়া ট্রফি ফিরে পেতে সেনাবাহিনীর সহায়তা চায় আবাহনী

লুট হওয়া ট্রফি ফিরে পেতে সেনাবাহিনীর সহায়তা চায় আবাহনী

বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যে গত সোমবার ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অনেক ট্রফি ভাঙচুর করা হয়। প্রশাসনিক কক্ষের আসবাবপত্র ও কাগজপত্রের সব কিছুর ক্ষতি হয়েছে। কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি লুটপাটও হয়েছে।

কেউ কেউ সোফাও নিয়ে গেছে। এদেশের অন্যতম সেরা এই ক্লাবটির ট্রফি ও গুরুত্বপূর্ণ সব কিছু ফেরত দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় দল ও ব্রাদার্স ইউনিয়নের সাবেক ফুটবলার আবদুস সালাম। গতকাল শনিবার লিখিত এক বক্তব্যে তিনি বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি সফল ক্লাব নিঃসন্দেহে আবাহনী লিমিটেড। এদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার ক্ষেত্রে এ ক্লাবটির যথেষ্ট অবদান রয়েছে। বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও হকিতে এই ক্লাবটি ভূমিকা অনস্বীকার্য।

একটা সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বি মেহাামেডান ও আবাহনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে দেশের ক্রীড়াঙ্গন। দেশ বিদেশের বিভিন্ন খেলায় অগনিত শিরোপা জিতেছে ক্লাবটি। যা সংরক্ষিত ছিল ধানমন্ডির আবাহনী ক্লাবে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় আবাহনী ক্লাবে ভাঙ্গচুর ও লুটপাট করা হয়েছে। তাতে ক্লাবটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্লাবের ঐতিহ্যবাহী জয়ের ট্রফিসহ বিভিন্ন জিনিস দুর্বৃত্তরা নিয়ে যায়। এগুলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অমূল্য সম্পদ। দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্বার্থে এগুলো পুনরুদ্ধার করা প্রয়োজন।’

তিনি সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে বলেন, ‘আমার ধারণা আইনশৃঙ্খলা বাহিনী এখই সচেষ্ট হলে ট্রফিগুলো উদ্ধার করা সম্ভব। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত