ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা ছাড়লেন কিউরেটর গামিনী

ঢাকা ছাড়লেন কিউরেটর গামিনী

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। পরিবর্তন আসতে শুরু করেছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। তার ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। তারই ধারাবাহিকতায় ঢাকা ছেড়েছেন বিসিবির কিউরেটর গামিনি ডি সিলভা। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গতকাল রোববার লঙ্কান এই কিউরেটর ছুটি নিয়ে ঢাকা ত্যাগ করেছেন। সেই সূত্রের দাবি কবে আবারও ফিরবেন তিনি সেটা এখনো অনিশ্চিত। মূলত চলতি মাসের ২০ তারিখ গামিনির ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই ঢাকা ত্যাগ করলেন।

গামিনি ডি সিলভা পেশাদারী ক্রিকেট ছাড়ার পর আম্পায়ারিং করেছেন। পরে বিসিবির এক পরিচালকের বিশেষ অনুগ্রহে ২০০৮ সালে বিসিবিতে নিয়োগ পান এ লঙ্কান। ২০০৯ সালে কিউরেটর পদে তাকে স্থায়ী করা হয়। সে বছর অক্টোবরে ২ বছরের চুক্তিতে বিসিবিতে যোগ দেন গামিনি। দেশীয় দুই কিউরেটরসহ পিচ বানানোর পরীক্ষা দিয়েছিলেন বিসিবি একাডেমি মাঠে। তারপরই কিউরেটরের দায়িত্ব পান তিনি। এরপর কয়েক ধাপে চুক্তির মেয়াদ বাড়িয়ে এক যুগের বেশি সময় কাটিয়ে দিয়েছেন বাংলাদেশ। বর্তমান চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা রয়েছে গামিনির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত