ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবকে রেখেই পাকিস্তান টেস্টের দল ঘোষণা

সাকিবকে রেখেই পাকিস্তান টেস্টের দল ঘোষণা

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার একদিন আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার সন্ধ্যায় দল ঘোষণার মধ্যে দিয়ে গুঞ্জনের অবসান হয়েছে। পাকিস্তান সফরের দলে সাকিব আল হাসান থাকছেন কি-না এ নিয়ে গত কয়েকদিন চলছিল নানা ধরনের গুঞ্জন। ১৬ সদস্যের দলে রাখা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তিনি সরাসরি যোগ দেবেন পাকিস্তানে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে চোটের কারণে ছিলেন না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এছাড়া বিশ্রামে ছিলেন পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সফরে ফিরছেন এ দুই তারকা ক্রিকেটার। এই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তর দলের। তবে দেশের নিরাপত্তা শঙ্কার কারণে অনুশীলনে উপস্থিত হতে পারছেন না কোচিং স্টাফরা। এ কারণে ১২ আগস্ট পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবেন। এরই মধ্যে এই সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে আসতে পারছেন না। বাংলাদেশ দল : নাজমুল হোসাইন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত