অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গতকাল রোববার প্রথম অফিস করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজল ভূঁইয়া। এসেই গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। যার অন্যতম হলো সাভারে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন। নতুন নাম দেয়া হচ্ছে, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। এর আগে মন্ত্রণালয়ে উপস্থিত হলে উপদেষ্টাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্যরা। নিজের রুমে ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম দিন তিনটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। যার প্রথমটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়নের নাম পরিবর্তন।’
কেন নাম পরিবর্তন করা হচ্ছে? তারও ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং সহস্র ছাত্র-জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এসবের সঙ্গে সরাসরি যুক্ত। সে জায়গা থেকে, এটা শুধু আমাদের মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। এ বিষয়ে প্রক্রিয়া চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে।’