ওয়ানডে বিশ্বকাপের পাওনা এখনো পাননি ক্রিকেটাররা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

২০২৩ বিশ্বকাপে ভরাডুবি হয় বাংলাদেশের। ৯ ম্যাচের মাত্র দুটিতে জিতে অষ্টম হয়ে লিগ পর্ব শেষ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। অথচ বড় স্বপ্ন নিয়েই ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলতে গিয়েছিল তারা। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে অনেক সমালোচনার মুখে পড়েছিল টাইগাররা। এদিকে সেই বিশ্বকাপ নিয়ে ফের বির্তকের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত বিশ্বকাপের আগে থেকেই বিসিবিতে চলে তামিম-সাকিব ও হাথুরুকে নিয়ে বির্তক। সেই সব কিছু অতীত হলেও নতুন করের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের এক ইস্যু বির্তকে বিসিবি। ভারত বিশ্বকাপ শেষ হবার ৮ মাস চলে গেলেও ওয়ানডে বিশ্বকাপে পাওনা টাকা এখনো ক্রিকেটারদের মধ্যে বণ্টন করেনি বিসিবি।

গতকাল রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটিই দাবি করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’র সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ওয়ানডে বিশ্বকাপের পাওনা টাকার প্রসঙ্গে দেবব্রত বলেন, ‘ক্রিকেট অপারেশন্স এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে।

সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ৫০ দিনের মধ্যে টাকা দেয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি। এই বিশ্বকাপও কিন্তু ১৪ দিন চলে গেছে আপনারা জিনিসগুলো বুঝবেন।’ দেবব্রত ক্ষোভ জানিয়ে আরো বলেন, ‘আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল। এরপরও আমি যেটা বললাম যে ক্রিকেটে একটা ভদ্রলোকের খেলা। কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না। আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি, সে এখনো পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টে নেই। এমন একটা বৈষম্যের শিকার করা এগুলো কখনো হতে পারে না।’