২৮ ম্যাচ পর ড্র দেখলো টেস্ট ক্রিকেট

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, এখানে ম্যাচ ড্র হওয়াটা খুবই পরিচিত ঘটনা। তবে আধুনিক ক্রিকেটে যে খেলোয়াড়দের মধ্যে পাঁচ দিন খেলে ম্যাড়ম্যাড়ে ড্র করার প্রবণতা কমে গেছে, সেটি স্পষ্ট একটি পরিসংখ্যানে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিনিদাদ টেস্ট অবশেষে ড্র হয়েছে। গত বছরের জুলাইয়ের পর বিশ্বব্যাপী ২৮ ম্যাচের মধ্যে এটি প্রথম ড্র। এই টেস্ট ড্র হওয়ার পেছনে বড় অবদান বৃষ্টির। পাঁচ দিনে ১৪২ ওভার নষ্ট হয়েছে। পঞ্চম দিনে এসে বেশ দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল প্রোটিয়ারা। তবে দুই সেশনের মতো সময়ে ক্যারিবীয়দের অলআউট করতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামদের মারকুটে ব্যাটিংয়ে ওভারপ্রতি প্রায় ছয়ের কাছাকাছি গড়ে ৩ উইকেটে ১৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৫০ বলে করেন ৬৮। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানের। ১৮ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা। তবে অলিক অ্যাথানাজের ক্যারিয়ারসেরা ৯২ রানে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন পূরণ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২০১ রান তুললে ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে টেম্বা বাভুমার ৮৬ আর টনি ডি জর্জির ৭৮ রানে ভর করে ৩৫৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৩৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।