ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জার্সি নিয়েও দুর্নীতি হয়, যা বললেন সোহান

জার্সি নিয়েও দুর্নীতি হয়, যা বললেন সোহান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সরকারের পতন হয়। এরপর থেকে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। একই সঙ্গে বোর্ডের দুর্নীতি নিয়েও আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন নুরুল। ক্রিকেট বোর্ডে সংস্কারের প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে একটি অভিজ্ঞতার কথা জানান টাইগার উইকেটরক্ষক-ব্যাটার। তিনি বলেন, প্রথম শ্রেণির ম্যাচ যখন খেলেছি বিসিবি থেকে বরাদ্দ থাকে বিভাগীয় দলের জন্য তিন লাখ টাকা। যেহেতু আমি অধিনায়ক ছিলাম, নিজের চোখে দেখেছি আমাদের জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকায়, ৩০ জন খেলোয়াড়ের জন্য। যা পরার মতো না। এটার দায়িত্বে নাকি বিভাগীয় সেক্রেটারি থাকে। আপনারা দেখে নেবেন কে ছিল শেষ

১৪-১৫ বছরে। পরে আমরা খেলোয়াড়রা টাকা দিয়ে জার্সি বানিয়েছি। এমন (দুর্নীতি) অনেক সেক্টরেই হয়তো আছে। সোহান আরো যোগ করেন, এটার দায়িত্বে নাকি বিভাগীয় সেক্রেটারি থাকে। আপনারা দেখে নেবেন কে ছিল শেষ ১৪-১৫ বছরে। পরে আমরা খেলোয়াড়রা টাকা দিয়ে জার্সি বানিয়েছি। এমন (দুর্নীতি) ক্রিকেটের অনেক সেক্টরেই হয়তো আছে। অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশের ক্রিকেটে অনেক ভালো ভালো সংগঠকরা আসেন না। অথচ অনেকেই বিভিন্ন দলের হয়ে বোর্ডে এসে টাকা কামিয়ে বিদেশে চলে যান। তাদের ক্রিকেটে না আসাকেই উপযুক্ত মনে করেন সোহান। তিনি বলেন, ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয়। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত