৬ বছরের চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে আলভারেজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার সিটির হয়ে দুই বছরের পথচলা এবার থামিয়ে দিলেন হুলিয়ান আলভারেজ। ৬ বছরের চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। গত সোমবার এই সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ম্যাচসিটি ছাড়লেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে কাটানো স্মৃতি সবসময় বিশেষভাবে কড়া নাড়বে বলে জানিয়েছেন আলভারেজ। তার ভাষ্য, প্রচুর আবেগ নিয়ে অবিশ্বাস্য ক্লাবকে আজ বিদায় জানাচ্ছি। দুই বছর আমার জন্য বিশেষ কিছু ছিল। এই সময় আমি একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে বেড়ে উঠেছি এবং প্রচুর শিখেছি। ২০২২ সালে রিভার প্লেট থেকে ম্যানসিটিতে যোগ দেন আলভারেজ। এ সময়ে সিটিজেনদের হয়ে ৬টি মেজর শিরোপা জেতেন তিনি। ট্রেবল জয়ের স্বাদও পেয়েছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সিটিজেনদের হয়ে ১০৬ ম্যাচে ৩৬টি গোল করেছেন। এদিকে লা লিগার দল আতলেতিকো মাদ্রিদও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। স্প্যাইডারম্যানের এক ছবিতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা লিখেছে, দুঃখিত, ডিজাইনার বর্তমানে ছুটিতে আছে।’