ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না

কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না

চলতি মাসেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে সিরিজটি শুরু হবে ২১ আগস্ট থেকে। সাদা পোশাকের এই সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে লাল-সবুজের দল। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও পাকিস্তানই। আইসিসির সেই টুর্নামেন্টের আগে দেশটিতে সফর করবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত তাতে অংশ নিবে কি না তা এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা শঙ্কা এবং রাজনৈতিক বৈরিতার কারণে দেশটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর আগে একই কারণে গত বছর বাবর আজমদের দেশে গিয়ে এশিয়া কাপে খেলে নি রোহিত শর্মারা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও আলোচনা আছে। এমন বাস্তবতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান যে হোম সিরিজগুলো খেলবে সেসব সিরিজে সফরকারী দলগুলোকে কড়া নিরাপত্তা দেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী জানিয়েছে, এসব সিরিজে কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে নাও হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত