সুপার কাপে এমবাপ্পের ভূমিকা কী হবে?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সব কিছু ঠিক থাকলে সুপার কাপে অভিষেক হয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদ গতকাল বুধবার রাত ১টায় আতালান্তার মুখোমুখি হবে। তবে ফরাসি ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন কি না, বা তার ভূমিকা কী হবে- সেটা নিয়ে মুখ খুলেননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ২৫ বছর বয়সী এমবাপ্পে গত সপ্তাহেই মাদ্রিদের রাজধানীতে পা রেখেছেন। জুনে ফ্রি এজেন্ট হিসেবে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেয়ার পর দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। গত মঙ্গলবার ম্যাচের আগে ফরাসি তারকার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে অন্যান্য খেলোয়াড়দের মতো গত সপ্তাহেই যোগ দিয়েছে। সে দলের সঙ্গে ভালো মতো মানিয়ে নিচ্ছে। আর এখানে সবাই যারা আছে, তারা অবশ্যই কালকের ম্যাচে খেলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচগুলোর সময় ইতালিয়ান কোচ ইঙ্গিত দিয়েছিলেন, মূলত চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের সদস্যরাই সুপার কাপে খেলতে পারে। তবে এমবাপ্পেও যে, কোনো এক সময় নামতে পারেন, সেটাও উড়িয়ে দেননি তিনি। প্রশ্ন করা হয়েছিল পেনাল্টি নেয়ার দায়িত্বটা তাকে দেয়া হবে কি না।