ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ায় আফিফদের আরো এক হার

অস্ট্রেলিয়ায় আফিফদের আরো এক হার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৯ দলের টপ অ্যান্ড সিরিজ যেখানে খেলছে বাংলাদেশের এইচপি দল। এ সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছিল জুনিউওর টাইগাররা। তবে দুর্দান্ত সূচনা ধরে রাখতে পারেনি এইচপি দল। দ্বিতীয় ম্যাচে তাসমানিয়ার কাছে হারের পর আজ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষেও হারের মুখ দেখেছে আকবর আলীরা। ডারউইনে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি দল। দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। ওপেনার তানজিদ তামিম ব্যর্থ হওয়ার পর একে একে সাজঘরে ফিরেন পারভেজ হোসেন ইমন এবং ইমন হোসেন। আরেক ওপেনার জিসান আলম খেলেছেন ২১ বলে ২৬ রানের ইনিংস। এদিকে গতকাল দলের হাল ধরেছিলেন অধিনায়ক আকবর আলী এবং শামিম হোসেইন। এ দুজন খেলেছেন ৩৬ এবং ৪২ রানের ইনিংস। শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি খেলেছেন ৭ বলে ১৬ রানের এক ইনিংস। সব মিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ এইচপি দল। জবাবে ব্যাত করতে নেমে শুরুটা ভালো হয়নি অ্যাডিলেডেরও। দলীয় ১ রানেই বিদায় নেন ওপেনার জশ কান। তবে এরপর ৮৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার জেইক উইন্টার এবং নোয়াহ ম্যাকফেইডেন। নোয়াহ ৩৮ রান করে আবু হায়দার রনির বলে আউট হলেও শেষ পর্যন্ত ৫৪ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন উইন্টার। তাকে সঙ্গ দিয়ে ১৯ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন হামিশ কেইস। ফলে ১৭.৪ ওভারেই ৮ উইকেটের দুর্দান্ত এক জয় পায় অ্যাডিলেড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত