ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় দিনের খেলা

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় দিনের খেলা

বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনসের মধ্যকার চার দিনের ম্যাচের প্রথম দিনেও অর্ধেকের বেশি সময় ছিল বৃষ্টির দাপট। এরপর দ্বিতীয় দিনে পুরোটা সময় খেলা হলেও আজ আর সম্ভব হয়নি। বৃষ্টির বাধায় তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পরেও বৃষ্টি ছিল। এরপর আর অপেক্ষা করেননি আম্পায়াররা। দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন তারা। তিন দিন মিলিয়ে এখন পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার। যেখানে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান শাহিনস। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের লিড ২৪৫ রানের। বাংলাদেশ ‘এ’ দলকে ১২২ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন পর্যন্ত ৪ উইকেটে ৩৬৭ রান করে স্বাগতিকরা। তৃতীয় দিন আর কোনো রান যোগ করার সুযোগ পায়নি তারা। পাকিস্তানকে বড় লিড এনে দেয়ার কারিগর উমার আমিন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরিতে ১৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সাউদ শাকিল করেন ৭৬ রান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত