ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১৩ বছর পর গায়ানায় টেস্ট প্রথম দিনেই পড়লো ১৭ উইকেট

১৩ বছর পর গায়ানায় টেস্ট প্রথম দিনেই পড়লো ১৭ উইকেট

গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাণ্ড দুই দলের অধিনায়কই আগে ব্যাট করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। কিন্তু দিনটা ছিল বিশেষ করে ফাস্ট বোলারের, যারা ৮২.২ ওভারের মধ্যে ৬৮ ওভার বল করে নিয়েছেন ১৫ উইকেট! এদিন সব মিলিয়ে পড়েছে ১৭ উইকেট, গায়ানার এই ভেন্যুতে টেস্ট ক্রিকেটে একদিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড। সব মিলিয়ে গায়ানায় এর আগে খেলা হয়েছে দুই টেস্ট। সবশেষ লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০১১ সালের মে মাসে। ১৩ বছর তিন মাস বিরতির পর আবার সাদা পোশাকে খেলতে নেমে প্রথম দিনটা নিজেদের করে নিলেন বোলাররা।

শামার জোসেফ নিজ ঘরের মাঠে অভিষেক স্মরণীয় করলেন পাঁচ উইকেট নিয়ে। তবে অতিথি দলের ভিয়ান মুলডার ক্যারিয়ার সেরা ১৮ রানে ৪ উইকেট নিয়ে তার পারফরম্যান্সকে মাটিচাপা দিলেন। দক্ষিণ আফ্রিকার এই পেসার তার প্রথম তিন ওভারেই একটি করে উইকেট নিয়েছেন। তার সঙ্গে নান্দ্রে বার্গার তোপ দাগিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলেন। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬০ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। জোসেফের সঙ্গে জেইডেন সিলস দারুণ বোলিংয়ে তাদের দমিয়ে রাখতে পেরেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত