ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দলবদলের সময় বাড়লো তিন দিন

দলবদলের সময় বাড়লো তিন দিন

অবশেষে প্রিমিয়ার ফুটবল লিগের দলবদলের সময় বাড়লো তিন দিন। ক্লাবগুলোর অনুরোধ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা দলবদলের সময় বাড়িয়েছে আরো তিনদিন। ফলে ১৯ আগস্ট শেষ সময় থাকলেও তা বেড়ে এখন দাঁড়িয়েছে ২২ আগস্ট। রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন, ক্লাবগুলোর সমস্যার বিষয়টি জানিয়ে বাফুফে দলবদলের সময় বৃদ্ধির জন্য ফিফার কাছে চিঠি দিয়েছিল। ফিফা সেই চিঠি আমলে না নিয়ে নাকচ করে। পরে বাফুফে ফের অনুরোধ করলে ফিফা দলবদলের সময় বিশেষ বিবেচনায় তিন দিন বাড়ানোর অনুমতি দেয়। ১ জুন থেকে দলবদল শুরু হয়েছিল। পেশাদার লিগের প্রথম লেগের পরও দলবদল হয়। ৩-৪ সপ্তাহের সেই দলবদল কম সময় বা স্থগিত করে এই দলবদলে যোগ করার প্রস্তাব দিয়েছিল বাফুফে। ফিফা সেটাও রাজি হয়নি। এই তিন দিন বৃদ্ধি মধ্যবর্তী দলবদল থেকে কর্তন হবে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসান। তার কথা, ‘উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে ফিফা আমাদের তিন দিন বিশেষ বিবেচনায় বৃদ্ধি করেছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত