ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রীড়াঙ্গনে দুর্নীতিবাজদের বিচার দাবি

ক্রীড়াঙ্গনে দুর্নীতিবাজদের বিচার দাবি

আশির দশকের বেশিরভাগ সময় দেশ ছিল সামরিক শাসকের কবলে। নব্বই দশক থেকে নির্বাচিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশ পরিচালনা করে আসছেন। তখন থেকেই দেশের ক্রীড়াঙ্গন নিয়ন্ত্রণ করে আসছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশির্বাদপুষ্ঠরা। সম্প্রতি কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর ক্ষমতার পালাবদল ঘটেছে। এই সময়ে দেশের ক্রীড়াঙ্গনের রন্ধ্রে রন্ধ্রে হওয়া দুর্নীতির নেপথ্য নায়কদের বিচার চাইলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, তারকা গোলকিপার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে সম্প্রতি ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সামনে মানববন্ধন করেন সংগঠকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত