ববি পদত্যাগ করবেন না

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্ষমতার পালাবদলের পর দেশে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। পরিবর্তন আসছে ক্রীড়াঙ্গণেও। পদত্যাগের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখনও দায়িত্ব ছাড়েননি তিনি। তার আগেই সরে গেলেন জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফোন পেয়ে পদত্যাগ করতে ন্যূনতম সময় নেননি তিনি। একই অবস্থা আরেক ক্রীড়া সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববির। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দুজন সবশেষ নির্বাচনে বিসিবির পরিচালক নির্বাচিত হন। সরকার বদলে পাল্টে গেছে সবকিছু। দুজনের কেউই বোর্ড পরিচালক হিসেবে থাকতে পারবেন না তা ওপেন সিক্রেট। কারণ, তাদের জায়গায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে নতুন বোর্ড পরিচালক বানিয়ে প্রজ্ঞাপন আসবে। উপায়ন্ত না দেখে জালাল ইউনুস তাৎক্ষণিক মেইলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বোর্ড পরিচালক হিসেবে থাকবেন না তা স্পষ্টভাবে জানিয়ে দেন। কিন্তু আহমেদ সাজ্জাদুল আলম ববি এখনও পদত্যা করেননি। জানা গেছে, তিনি পদত্যাগ করবেনও না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তার কাছেও গিয়েছিল ফোন। সাফ জানিয়ে দিয়েছেন, পদত্যাগ করবেন না।

জাতীয় ক্রীড়া পরিষদ যে সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মেনে নেবেন। এ বিষয়ে আহমেদ সাজ্জাদুল আলম বলেছেন, ‘সকালে ফোন পেয়েছি। এনএসসির সচিব আমিনুল ইসলাম ফোন করে জানালেন, আমাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার চায় আমার পদত্যাগ। আমি সাথে সাথেই বলে দিয়েছি, এটা তো আমার সিদ্ধান্ত। আপনাদের কোনো সিদ্ধান্ত থাকলে আপনারা আমাকে জানিয়ে দেন। এতোটুকুই।’