নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে অস্থিরতা বিরাজ করছিল। যার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখান থেকে সরে যাওয়ার উপক্রম। ভেন্যু হিসেবে আইসিসি বিকল্পের কথা ভাবছে। এই মুহূর্তে বিসিবির ভাবনা কী? এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বল ঠেলে দিলেন রাষ্ট্রের কোর্টে। দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে আগামী অক্টোবরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার বিষয়টি ঝুলে পড়েছে। কারণ বেশ কিছু অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। এই বিষয়টির সমাধান করাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বলে নিজামউদ্দিন জানাচ্ছেন, ‘আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই। তবে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞাটা তাদের জন্য মূল চ্যালেঞ্জ।’ সিইও আরো বলেছেন, ‘নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে, আপনারা জানেন যে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, সরকারও খুবই প্রোঅ্যাকটিভ হয়ে সিদ্ধান্ত নিচ্ছে, কাজ করছে। আপনারা জানেন এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথমদিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করতে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।