ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেপালকে সমীহ করছে বাংলাদেশ

নেপালকে সমীহ করছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেপালের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় ২.৪৫ মিনিটে স্বাগতিক নেপালের মুখোমুখি হতে যাচ্ছে মারুফুল হকের শিষ্যরা। বাংলাদেশ-নেপাল উভয় দলেরই সমান ৩ পয়েন্ট। তাই আজ যে দল জয় পাবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে নেপালকে সমীহই করলেন বাংলাদেশ দলের কোচ মারুফুল হক। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় স্বাগতিক নেপাল। একই ব্যবধানে বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারায়। তাই শ্রীলঙ্কার বিদায়ে গ্রুপ ‘এ’ থেকে এই দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। মাত্র দু’সপ্তাহের প্রস্তুতিতেই বাংলাদেশ স্বপ্ন দেখছে সাফের শিরোপা জেতার। তবে তার জন্য আগে পার হতে হবে সেমিফাইনালের বাধা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া যাবে। আজ লড়াইটা গ্রুপ সেরা হবার। সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও এখন গ্রুপ সেরা হওয়া নিয়ে ভাবতে হচ্ছে প্রধান কোচ মারুফুল হককে। জানালেন স্বাগতিক নেপালের মুখোমুখি হওয়ার আগে ফিটনেস ও রক্ষণে উন্নতি করতে হবে তার দলকে, ‘এই দলটাকে গুছিয়ে নেয়ার জন্য আমি মাত্র দুই সপ্তাহ সময় পেয়েছিলাম। ফিটনেস, ট্যাকটিক্যাল কাজগুলো করার চ্যালেঞ্জ আমার জন্য ছিল, এখনো আমাদের উন্নতির জায়গা আছে, বিশেষ করে ফিটনেস ও রক্ষণের দিক থেকে।’ প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল জয় নিয়ে মাঠ ছাড়া। শ্রীলঙ্কার বিপক্ষে সেটি সম্ভব হয়েছে। এখন লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে প্রতিপক্ষকে সমীহই করলেন কোচ মারুফুল, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ছিল আমাদের প্রথম ম্যাচ। আমি আশা করি, ছেলেরা উন্নতি করবে। আগামীকাল (আজ) আমাদের গ্রুপের শেষ ম্যাচ। যেখানে প্রতিপক্ষ নেপাল। এটা তাদের ঘরের মাঠ, সবকিছুই তাদের পরিচিত, নেপাল শক্তিশালী দল, তারা কঠিন প্রতিপক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত