ওয়ালটন জাতীয় নারী সেস্টোবল শুরু

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

‘ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা-২০২৪’ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডভাইজার (স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচলক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. হুমায়ুন কবির, সার্কেল অ্যাডজুট্যান্ট (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জাকির হোসেন, ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইমরান আল বারী, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম ও বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনেই গ্রুপপর্ব ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও জহিরুল স্পোর্টিং ক্লাব। আজ ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে। দিনের প্রথম সেমিফাইনালে আনসার ২০-১৪ পয়েন্টে পরাণ মকদুমকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। আর দ্বিতীয় সেমিফাইনালে জহিরুল স্পোর্টিং ক্লাব ১০-০৪ পয়েন্টে নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এদিন স্থান নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হয়। পরাণ মকদুম ০৮-০৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে তৃতীয় হয়।