ফারুক ভাইকে সময় দিতে হবে : হাবিবুল

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৫তম সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। গত বুধবার দায়িত্ব নেয়ার পর সিস্টেম বদলে নতুন কিছু করার অঙ্গীকার করেছেন ফারুক। তার কাজের ফল পেতে তাকে সময় দিতে হবে বলে মনে করেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দ্বিতীয় মেয়াদে ফারুক প্রধান নির্বাচক থাকাকালে প্যানেলে হাবিবুলও ছিলেন। সাবেক এই অধিনায়ক বিশ্বাস করেন ফারুকের মাধ্যমে দেশের ক্রিকেটকে অনেকখানিই বদলে দেয়া সম্ভব। কিন্তু তার জন্য তাকে সময় দেয়ার আহ্বান জানিয়েছে হাবিবুল, ‘আমাদের কিন্তু উনাকে একটু সময় দেয়া উচিত। ফারুক ভাই নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসা মাত্রই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা যদি তাকে একটু সময় দেই, একটু সহায়তা করি, তাহলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে।’ গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুককে নিয়ে কথা বলেন হাবিবুল। বিসিবির নারী বিভাগের এই হেড অব অপারেশনস আরও বলেছেন, ‘ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তিনি ভেতর-বাইর দুটিই জানেন। ক্রিকেটটা খেলেছেন। নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। পরে অনেক কিছু দেখেছেন। তিনি ভেতর-বাইরের সবকিছু জানেন। এটা অনেক বড় সুবিধা।’ হাবিবুল মনে করেন বোর্ডের সভাপতি হিসেবে ফারুক নির্বাচিত হওয়াটা ক্রিকেটাঙ্গনের জন্যই স্বস্তির, ‘আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি জানেন আমাদের কাজের পরিধি কেমন ও কে কীভাবে কাজ করতে চায়। উনি পরিষ্কার করে দিয়েছেন, যে যার কাজটাই করা উচিত। এটা আমাদের সবার জন্যই স্বস্তির। আমরা কে কোথায় কাজ করতে পারি, এসব তিনি বেশ ভালোভাবেই জানেন।’