ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটারদের

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটারদের

ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারি বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের আটটি জেলা। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশাল অংশজুড়ে সব পানির নিচে। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যা কবলিতরা। সামাজিক মাধ্যম সয়লাব সেসব ছবিতে। বন্যা পরিস্থিতির ভয়াবহ চিত্র দেখে বেদনার্ত সারাদেশের মানুষ। এ তালিকায় আছেন দেশের ক্রিকেটাররাও। বন্যা পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা। এরমধ্যে ভাইরাল হয়েছে বন্যাকবলিত একটি শিশুর ছবি। ধারণা করা হচ্ছে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে ছবিটি নজরে পড়েছে সবার। ওই ছবিতে দেখা যাচ্ছে চারদিকে উন্মত্ত জলরাশি। তার মাঝে আটকে আছে একটি শিশু। বড় বড় দুটি চোখে অবাক বিস্ময়। এ ছবি শেয়ার দিয়ে জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান ফেসবুকে লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’ একই ছবি শেয়ার করেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাওহীদ হৃদয়ও। দুর্যোগের সময় সরাসরি পাশে না থাকতে পারাকে নিজের অসহায়ত্ব দাবি করে হৃদয় ফেসবুকে লিখেছেন, ‘কি লিখব? কি লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয়, যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠপর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’ বাংলাদেশের মানুষ জন্ম থেকেই সংগ্রাম করেন জানিয়ে তিনি আরো লিখেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবার ও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ, দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’ জাতীয় দলের আরেক ক্রিকেটার শরিফুল ইসলাম বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলায় ব্যস্ত। তবে দুর্যোগের সময় তিনিও সহানুভূতির হাত বাড়িয়েছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে তিনি লিখেন, ‘হে আল্লাহ, বন্যাকবলিত মানুষের প্রতি সহায় হোন- আমিন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত